প্রায় ২৫ মিনিটে শেষ হয়ে গেছে নাটোরের অসংখ্য কৃষকের স্বপ্ন।
শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টিতে জেলার বড়াইগ্রাম উপজেলার বহু কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, রোজার মাসকে সামনে রেখে উপজেলার চলনবিল অঞ্চলের কৃষকরা বাঙ্গি আবাদ করে। লাভের আশায় এ বছরও এনজিও থেকে ঋণ নিয়ে অনেকেই চাষ করেছিলেন বাঙ্গি। কিন্তু শুক্রবার শেষ বিকালের ২৫ মিনিটের শিলা বৃষ্টি শেষ করে দিয়েছে কৃষকের সব স্বপ্ন।
আর পড়ুন: ফরিদপুরে শিলাবৃষ্টিতে পাটসহ ফসলের ব্যাপক ক্ষতি
তারা জানান, শিলা বৃষ্টির আঘাতে এখানকার ভবানীপুর, গড়মাটি, আটঘড়িয়া, হারোয়াসহ বিভিন্ন এলাকার বাঙ্গির খেত তছনছ হয়ে গেছে। একই সাথে ব্যাপকভাবে ভুট্টা, আম, কলা, লিচু, তরমুজসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সর্বস্ব হারিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা।
আরও পড়ুন:লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, কৃষি বিভাগের কর্মীরা মাঠ পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরুপন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছেন। সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন:নাটোরে শিলাবৃষ্টিতে ২৯০০ হেক্টর জমির ধান নষ্ট, কৃষকের মাথায় হাত